Ticker

6/recent/ticker-posts

শূন্য

শূন্য কিন্তু জীবন বাঁচায় !


নিঃস্ব হওয়া মানেই জীবনের পরিসমাপ্তি নয়। প্রয়োজনে একটি শূন্য হতেও পারে বিষণ্ণ, হতাশাময় জীবনের বেঁচে থাকার অবলম্বন। সময়, বস্তু ও অবস্থানের সঠিক ব্যবহার আপনাকে অতলে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করবে।

আজ যাকে তুচ্ছ ভাবছেন, অযত্ন অবহেলায় ফেলে রেখেছেন, একদিন সেই হতে পারে আপনার বাঁচার একমাত্র অবলম্বন। শূন্যের সঠিক ব্যবহার এককে দশ বা লক্ষ ও করতে পারে- এ কথা কে না জানে।


 মনিরুল ইসলাম শ্রাবণ

২৭ সেপ্টেম্বর ২০২২খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ