Ticker

6/recent/ticker-posts

মেঘনার তীরে


মেঘনার তীরে... 

শুকনো নদী দেখে তার প্রতি আমাদের কারো কারো করুণা হয়। কেউ কেউ তুচ্ছ-তাচ্ছিল্যও করে। কিন্তু তারা ভুলে যায় এক সময় এই নদীতে জোয়ার ছিল। বুক ভরা ঢেউ ছিলো। 

প্রকৃতির নিয়মে আসছে বর্ষায় নতুন পানির জোয়ারে আবারো নদী ফুলে ফেঁপে উঠবে। তখন এতদিন যারা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল তারাই আবার সেই নদীর বুকে নির্লজ্জের মত প্রমোদ ভ্রমণে বের হবে। 

ভাবছি------- নদী যদি তখন তাদের ডুবিয়ে মারে! 

আশাভঙ্গের কষ্ট আছে, তবে নিরাশ নই।

দিন আসবেই, দিন সমতার। 


মনিরুল ইসলাম শ্রাবণ

চানপুরেরচর, লালপুর, ব্রাহ্মণবাড়িয়া।

৩১ জানুয়ারি ২০২১খ্রি.

ছবি কৃতজ্ঞতা :  তানভির রানা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ