Ticker

6/recent/ticker-posts

মনিরুল ইসলাম শ্রাবণ-এর সংক্ষিপ্ত পরিচিতি।

মনিরুল ইসলাম শ্রাবণ-এর পরিচিতি


মনিরুল ইসলাম শ্রাবণ একজন তরুণ প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতিকর্মী, উপস্থাপক ও সংগঠক। তিনি শিল্প-সাহিত্য-সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত, মেঘনা কন্যা তিতাস বিধৌত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পত্র-পত্রিকা, সাহিত্য ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, সাময়িকী ও অনলাইন মাধ্যমে লেখকের নিয়মিত ছড়া, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, ফিচার, স্মৃতিকথা, স্মৃতিচারণ, রম্য ও ভ্রমণ গদ্য ইত্যাদি প্রকাশিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন সাহিত্য সাময়িকী ও স্মরণিকা প্রকাশনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। তার রচনা ও পরিচালনায় কয়েকটি শিশুতোষ নাটক বিভিন্ন সময় মঞ্চায়ন ও পুরস্কৃত হয়েছে। তিনি বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন সময় তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র-বইপড়া কর্মসূচি (বি.শা.কে), উপস্থিত ব্যক্তিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং শিশুতোষ নাটক রচনা ও পরিচালনায় পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতায় ‘মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’, ‘লিডারশিপ ট্রেনিং’ ও আরএফএল ট্রেনিং-এর সনদ অর্জন করেছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে অধ্যয়নরত। পেশাগত জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পানির সরবরাহ শাখায় কর্মরত।



মনিরুল ইসলাম শ্রাবণ এর বিভিন্ন প্রকাশনা

শিশুতোষ গল্পগ্রন্থ:
০১। রাজকুমার ও তোতা পাখির গল্প (২০২২) 
০২। নদীর তীরে ভূতের নীড়ে (২০২৩) 

ভ্রমণ গদ্য:
০৩। মেঘনা-তিতাস-পাগলা নদীর বুকে ভ্রমণ ও সাহিত্য আড্ডা (২০২৩) 

যৌথ কাব্যগ্রন্থ:
০৪। মেঘের ভেলা (২০১৯) 
০৫। কাব্যতরী (২০২০) 
০৬। তিতাস পাড়ের কাণ্ডারি (২০২১) 
০৭। তিতাস বন্দনা (২০২২) 
০৮। শত আলোর মেলা (২০২২)


সম্পাদনা:
০৯। স্বপ্নসিড়ি (শিশু কিশোর পত্রিকা ২০১০-১১, মোট পাঁচটি সংখ্যা, একটি অপ্রকাশিত) 
১০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-চেতনার বাতিঘর (লিটল ম্যাগাজিন-২০২২) 
১১। স্বদেশ-কথাসাহিত্যিক আমির হোসেন সংখ্যা (জীবনীভিত্তিক সাহিত্য সাময়িকী-২০২৩) 
১২। কিচিরমিচির (জাতীয় শিশু-কিশোর সাময়িকী-২০২৩) 

সম্পাদনা সহযোগী:
১৩। উন্নয়ন ও ঐতিহ্য (ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৪৭ পূর্তি বছরের স্মারক সাময়িকী-২০১৫) 
১৪। রুদ্র শাওন (ঋতু ভিত্তিক-১৪২৯) 
১৫। তিতাসের তীরে কাশফুলের ভিড়ে (ঋতু ভিত্তিক-১৪২৯) 
১৬। নবান্ন (ঋতু ভিত্তিক-১৪২৯) 

নির্বাহী সম্পাদক:
১৭। তিতাস পাড়ের পদ্য পাতায় পদ্মা সেতু (পদ্মা সেতু সাময়িকী-২০২৩, প্রকাশিতব্য) 

ব্যবস্থাপনা সম্পাদক:
১৮। গুঞ্জন (সাহিত্য সামিয়িকী-২০২৩)

প্রকাশনা:
১৯। বাঁধন- মো. আ. কুদদূস (কাব্যগ্রন্থ-২০২৩)
২০। কল্পনার রাজ্য- সামিয়া আরিশকা (শিশুতোষ গল্পগ্রন্থ-২০২৩)
২১। পিলপিল- মো. আ. কুদদূস (শিশুতোষ ছড়াগ্রন্থ-২০২৩,প্রকাশিতব্য)
২২। বাবা দিবস সংখ্যা (কবির কলম- প্রকাশনা-২০২২)

মঞ্চ ও পথ নাটক:
(রচনা ও পরিচালনা ও মঞ্চায়ন)

০১:   শিশুর সুরক্ষা                (২০০৯)  (একাধিকবার মঞ্চায়ন)
০২:  টোকাইয়ের স্কুল ব্যাগ  (২০০৯)  (একাধিকবার মঞ্চায়ন)
০৩:  শিশুর অধিকার           (২০০৯)  (একাধিকবার মঞ্চায়ন)
০৪:  শ্রমিক শক্তি                 (২০০৯) 
০৫:  তপুর কথা                    (২০১০)   (একাধিকবার মঞ্চায়ন)
০৬:  স্বাধীন সূর্য                    (২০১০)  
০৭:  অতৃপ্তি আত্মা               (২০১৪)
 

বর্তমান সাংগঠনিক পদবি:


প্রতিষ্ঠাতা-পরিচালক:
ঝিলমিল একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া।
পরিচালক, ঝিলমিল প্রকাশনী।

সাধারণ সম্পাদক: 
বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

যুগ্ম সাধারণ সম্পাদক:
জেলা নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়িয়া।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। 

আহ্বায়ক:
বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ, ব্রাহ্মণবাড়িয়া।
 
সম্পাদক মণ্ডলীর সদস্য: 
রাইটার্স ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। 

সদস্য
সাহিত্য একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া।
অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা  কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া।

উদ্যোক্তা:
শ্রাবণকুঞ্জ (ব্যক্তিগত পাঠাগার ও সংগ্রহশালা)।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম স্মৃতি পাঠাগার ও সংগ্রহশালা।

মনিরুল ইসলাম শ্রাবণের ছেলেবেলা কেটেছে উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার হোসেনপুর ও গাইবান্ধা জেলার ফুলছড়ি অঞ্চলে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর তীরে। বাবার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর পরিবারের সাথে ফিরে আসেন নিজ শহর ব্রাহ্মণবাড়িয়ায়। প্রিয় নদী তিতাসের হাওয়ায় কাটে সোনালি কৈশোর। 

ছোটবেলা থেকেই তার পাঠ অভ্যাস। লেখালেখি শুরু হয় নিম্ন মাধ্যমিক স্তরে। কলেজে এসে লেখালেখি আরো গতিশীল হয়। এসময় যুক্ত হন নানান সংগঠনের সাথে। বিগত বছরে নানা কার্যক্রমের মাধ্যমে একজন সাহিত্য-সংস্কৃতিকর্মী ও সংগঠক হিসেবে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। উপস্থাপনা, সাহিত্যচর্চা, নাটক নিয়ে হয়ে ওঠেন মঞ্চের মানুষ। লেখকের কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ শিশুদের নিয়ে। শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন ঝিলমিল একাডেমি।

তার পিতা: বীরমুক্তিযোদ্ধা মৃত আবুল হাসেম বাংলাদেশ রেলওয়ে মেরিন বিভাগের একজন কর্মচারী ছিলেন। মাতা: শরিফা বেগম গৃহিণী। চার ভাই, এক বোনের মধ্যে মনিরুল ইসলাম শ্রাবণ তৃতীয়। জন্ম তারিখ: ০৩ জুন ১৯৮৫ খ্রি. সোমবার, বেলা ১০টা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের অন্তর্গত মাতুলালয় সোহাতা গ্রামে তার জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস একই ইউনিয়নের ভোলাচং গ্রামে। বংশ: হাজারি, ধর্ম: ইসলাম, জাতীয়তা; বাংলাদেশি, রক্তের গ্রুপ: বি পজেটিভ। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

একসময় বিশ্ব সাহিত্য কেন্দ্র, শিশু-কিশোর সংগঠন ‘তারার মেলা’, তিতাস আবৃত্তি সংগঠন, অনন্য সাহিত্যাঙ্গন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, কমিউনিটি পুলিশিং সাংস্কৃতিক কমিটি, যুব রেড ক্রিসেন্ট ইউনিট, কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম ও ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ মিউজিয়াম-এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। কাজ করেছেন দৈনিক কুরুলিয়া, দৈনিক দিনদর্পণ, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া, অর্ধ সাপ্তাহিক প্রেনব্রিজ ও সাপ্তাহিক সংকেত পত্রিকায়।

লেখালেখির পাশাপাশি বইপড়া, ভ্রমণ, সাহিত্য আড্ডা, প্রাকৃতিক ছবি তোলা, উপস্থাপনা, বক্তৃতা শোনা ও মুভি দেখতে পছন্দ করেন তিনি। শিশুদের সাথে খেলতে ভালোবাসেন।  আজীবন সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত রাখাই তার জীবন ব্রত। তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রার্থী।


যোগাযোগ:
স্থায়ী ঠিকানা: 
গ্রাম: ভোলাচং, পোস্ট: উলচাপাড়া, 
ওয়ার্ড নং: ০৫, ইউনিয়ন: রামরাইল, 
উপজেলা: সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। 

বর্তমান ঠিকানা:
লোকনাথ দিঘিরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।


†gvevBj-  01717-095751

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ