Ticker

6/recent/ticker-posts

এলিয়েন (গল্প-কবিতা)

 


এলিয়েন 


কোন গ্রহ থেকে 

একদল এলিয়েন এলো পৃথিবীতে।

তারা সমগ্র পৃথিবী ঘুরতে লাগলো।

ঘুরতে ঘুরতে মানুষের বানানো একটি জিনিস দেখে 

তাদের খুব পছন্দ হলো।

ঘড়ি। 


ঘড়ি তাদের এতই পছন্দ হলো যে 

তারা সমগ্র পৃথিবী ঘুরে ঘুরে 

প্রত্যেকটি ঘড়ি নিয়ে যেতে থাকলো।


পৃথিবীর সর্ববৃহৎ ঘড়ি থেকে শুরু করে 

মিউজিয়ামে বন্দি করে রাখা 

নষ্ট ঘড়িগুলোও তারা নিয়ে যেতে লাগলো।

তাদের কাছ থেকে রক্ষা পেল না 

মানুষের হাতে থাকা ঘড়িগুলোও। 

একটা সময় পৃথিবীর ঘড়ি শুন্য হয়ে গেল। 


পৃথিবীর একদল মানুষ তখন ভীষণ খুশি।

তারা ভাবতে লাগলো ভালোই হলো, 

যেহেতু পৃথিবীতে আর ঘড়ি নেই, 

তাই সময় পাল্টাবে না।

সুতরাং আমাদের সুসময়ও আর পাল্টাবে না। 


আরেকদল মানুষ খুব হতাশাগ্রস্ত হয়ে পড়লো।

তারা চিন্তা করতে লাগল 

সময় যেহেতু আর পাল্টাবে না

আমাদের দুঃখের দিনগুলো বুঝি 

আর শেষ হবে না। 


হে বোকা মানুষ 

জেনে রেখো

পৃথিবীতে কোন ঘড়ি না থাকলেও অথবা 

পৃথিবীর সব ঘড়ি বন্ধ থাকলেও 

সময় ঠিকই পাল্টায়। 


মনিরুল ইসলাম শ্রাবণ

রাত ৩.৪৩ 

১৮ জানুয়ারি ২০২২খ্রি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ