Ticker

6/recent/ticker-posts

বাজার গরম (ছড়া )


 

নদীতে নাকি মাছ নেই ভাই
দাম বেড়েছে তাই,
গরু মুরগির যোগান কম
চড়া দামে খাই।
কৃষক নাকি চাষ করে না
সবজি ক্ষেতে নেমে,
কম দামের পণ্য খুঁজতে
ক্রেতা যাচ্ছে ঘেমে।
তেল পেঁয়াজের আমদানি কম
দাম বেড়েছে বেশ,
চালের দাম আকাশ ছোঁয়া
বাজেট হচ্ছে শেষ।
সুযোগ বুজে ব্যবসায়ীরা
ফন্দি আঁটে চরম,
তাদের লোভের আগুনে সব
বাজার ভীষণ গরম।
উজির নাজির কোথায় তারা
খোঁজ কী আছে ভাই,
নিত্যপণ্যের দাম বেড়েছে
খবর বলে যাই।
পকেট ভর্তি টাকা যাদের
তাদের নাইকো চাপ,
মধ্যবিত্তের মাথা গরম
মিলছেনা হিসাব।
গরিব আছে আজ মহাসুখে
কোন চিন্তা নাই,
দাম বেড়েছে একবেলা ভাত
কম খাচ্ছে তাই।
ছড়া
বাজার গরম
মনিরুল ইসলাম শ্রাবণ
১৭ অক্টোবর ২০২১ খ্রি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ