Ticker

6/recent/ticker-posts

শয়তানের বয়স হয়েছে। তার সব কাজ এখন মানুষ করে। অনেক বছর আগে শোনা একটি গল্প।

এক পীরের সাথে হঠাৎ একদিন দেখা হলো শয়তানের। পীর সাহেব তখন শয়তানকে ধরে ফেলল এবং বলল “তোর বিচার আছে, তুই পৃথিবীতে নানা অপকর্ম করে বেড়াস। মানুষে মানুষে ঝগড়া-বিবাদ লাগিয়ে দিস। আজকে তোর রক্ষা নাই”।

পীর সাহেবের কথা শুনে শয়তান বলল, “হুজুর শুধু শুধু আমাকে কেন দোষ দিচ্ছেন, আমার বয়স হয়েছে। আমি তো কোন কিছু করি না, খাই আর ঘুরি। যা করার মানুষেরা নিজেরাই করে।

পীর সাহেব বলল “তুই কি বলতে চাস; তুই নির্দোষ; তাহলে প্রমাণ দে, যদি প্রমাণ করতে পারিস তুই নির্দোষ; তাহলে তোকে ছেড়ে দেব।

তখন শয়তান বলল আসেন প্রমাণ দেই। শয়তান তখন এক চিমটি গুড় নিয়ে বাজারে গেল। সেখানে কোন একটি জায়গায় গুড়খানি রেখে দিল। গুড়ের মিষ্টির গন্ধ পেয়ে কিছুক্ষণ পর সেখানে কিছু মাছি এলো গুড় খেতে। মাছি দেখে সেখানে সমবেত হলো কয়েকটি টিকটিকি। তারা মাছিকে খাওয়ার চেষ্টা করতে লাগলো। টিকটিকি দেখে তাকে খাওয়ার জন্য সেখানে এবার আসলো ইঁদুর। তারপর ইঁদুর ধরার জন্য সেখানে আসলো একটি বিড়াল। বিড়ালকে সেখানে দেখে এবার আসলো একটি কুকুর।

কুকুর এসে বিড়ালকে কামড় দিল। এতে বিড়ালটি মারাত্মকভাবে আহত হলো। সেটি ছিল একটি পালিত বিড়াল। বিড়ালের মালিক এসে যখন দেখল তার বিড়ালকে কুকুর কামড় দিয়েছে, তখন সে কুকুরকে আচ্ছামত মেরে আহত করে দিল। কুকুরটিও ছিল আরেকজনের পালিত কুকুর। কুকুরের মালিক এই খবর পেয়ে এসে বিড়ালের মালিককে মারধর করল। এদিকে বিড়াল মালিকের আত্মীয়-স্বজন এই খবর পেয়ে সদলবলে এসে কুকুরের মালিককে মারধর করলো। সেই খবর পেয়ে কুকুরের মালিকের আত্মীয়-স্বজন দলবলে এসে বিড়াল মালিকের আত্মীয়দের মারতে লাগলো।  

ততক্ষণে খবর ছড়িয়ে পরেছে আশে পাশের গ্রামে। কুকুর আর বিড়ালের মালিক দুজন পাশাপাশি গ্রামের হওয়ায় ধীরে ধীরে দুই গ্রামবাসীর মধ্যে বিড়ার ঝগড়া বেধে গেল। সেই ঝগড়ায় বেশ কয়েকজন নিহত হলো। অনেক মানুষ আহত হলো।

পুরো ঘটনায় প্রত্যক্ষ করল শয়তান আর সেই পীর সাহেব। এবার শয়তান বলল, বলুন পীর সাহেব এখানে আমার দোষ কতটুকু। আজকে এতো মানুষ মারা গেল এদেরকে তো আমি মারি নাই। কাউকে মারতেও বলি নাই। তারা নিজেরাই মারামারি কাঁটাকাটি করেছে। তাহলে এর জন্য আমাকে কেন দোষ দিবেন।

পীর সাহেব তখন শয়তানকে ধরে আচ্ছামত পেটালো আর বললো “তুই গুড় লাগাতে গেলি ক্যান”। ওদের বিচার পরে হবে , সবার আগে তোর বিচার করা হবে।

গল্প থেকে শিক্ষা 

ঠিকইতো ভাই, শয়তানের বয়স হয়েছে। সে এখন আর বেশি কিছু করে না। শয়তানের সব কাজের দায়িত্ব এখন মানুষ পালন করে। পাপাচার যা করার আমরা মানুষেরাই করি। এই পাপাচার, অন্যায় রুখতে সেই পীরসাহেব কোথায় পাবো, যে শয়তানকে ধরে বলবে “তুই গুড় লাগাইলি কেন’। তোর বিচার আগে হবে।

আমাদের দেশের সব সমস্যার শুরুতেই একজন গুড় লাগানোওয়ালা ব্যক্তি থাকে। গুড় যে লাগায় তাকে ধরতে পারলে অনেক সমস্যা সহজে সমাধান করা যায়। তবে এখানেও আরেকটি সমস্যা এই গুড় লাগানোওয়ালা ব্যক্তি যদি হয় রাজনৈতিক বা ধর্মীয় বা নেতা-কর্মী অথবা টাকাওয়ালা কেউ। তাহলে তাকে চিহ্নত করা গেলেও শাস্তি দেওয়া হয় না বা শান্তি দেয়া যায়না। ফলে সমস্যা চলতেই থাকে।

মনিরুল ইসলাম শ্রাবণ

১৫ অক্টোবর ২০১১ খ্রি.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ