Ticker

6/recent/ticker-posts

ভালোবাসার ছড়া -মনিরুল ইসলাম শ্রাবণ- ছড়া


                         

              ভালোবাসার ছড়া

              মনিরুল ইসলাম শ্রাবণ


মায়ের হাসি ভালোবাসি; ভালোবাসি চাঁদ

ভালোবাসি গল্প বলা; জ্যোৎস্না ভরা রাত।

ভালোবাসি বাবার আদর; সোহাগ ভরা হাত

ধূলিমাখা শৈশবের সেই; ছোট্ট খেলার মাঠ।

 

ভালোবাসি ভাই-বোনের; খুনসুটির সেই দিন

শিক্ষাগুরুর শাসন-বারণ; শোধ হবে না ঋণ।

ভালোবাসি বন্ধুদের আর; ছোট্টবেলার সই

বড় হয়ে আজ খুঁজি তাদের; কই গেলিরে কই।

 

ভালোবাসি তার পাঠানো; হলদে খামের চিঠি

কী মধুর সেই দিনগুলি; আজকে শুধুই স্মৃতি।

ভালোবাসি মোর জীবন সাথী; যে অর্ধাঙ্গ হয়ে

মনে-প্রাণে ভালোবাসে; সুখ-দুঃখ লয়ে সয়ে।

 

ভালোবাসি পাখ পাখালির কিচিরমিচির ডাক

ফুলে ফলে প্রকৃতি মোর সবুজ হয়ে থাক।

ভালোবাসি সব গরিব-দুঃখি নির্যাতিতা জন

অসহায় মানুষের পাশে থাকবো সারাজীবন।

 

ভালোবাসি প্রিয় মাতৃভূমি; সোনার বাংলাদেশ

সুখে দুঃখে আছি ভালো; দিন কেটে যায় বেশ।

ভালোবাসি ভাষা শহীদ আর বীর; মুক্তিযোদ্ধাগণ

তাদের প্রতি কৃতজ্ঞতায়; আজ কাটে সারাক্ষণ।

 

ভালোবাসি ছোট্ট শিশুর; বোল বোলানো ডাক

চাঁদ মাখা সেই মুখের হাসি; চির অমলিন থাক।

দূর হয়ে যাক জীবন জুড়ে; আধার ঘেরা কালো

ভালবাসার মানুষগুলি প্রভু; থাকে যেন ভালো।

 

১৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রি.

সকাল ১০:৩০

              ট্যাংকের পাড় ব্রাহ্মণবাড়িয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ