Ticker

6/recent/ticker-posts

কোরবানী নিয়ে আমার দুটি ছড়া কবিতা।


 

ত্যাগের ঈদ কুরবানি

মনিরুল ইসলাম শ্রাবণ

 

ত্যাগের ঈদ কুরবানি

ভোগের সেতো নয়,

খোদা তায়ালার সন্তুষ্টিতে

পশু,জবাই করতে হয়।

 

বাজার থেকে বড় পশু

কিনতে যদি চান,

ধর্ম বলে দোষ নেই তাতে

হন, যদি সমর্থবান।

 

শুধু লোক দেখানোর জন্য

শোনেন প্রিয় ভাই,

কুরবানি করার

কোন অনুমতি নাই।

 

কুরবানির গোস্ত

তিন ভাগে করে ভাগ,

এক ভাগ নিজের, বাকিটা

গরীব, প্রতিবেশীরা পাক।

 

সৎ আয় আর স্বচ্ছ মনে

করেন যদি কুরবানি,

খোদা তায়ালার পক্ষ থেকে

পাবেন, অনেক মেহেরবানি।

 

লোক দেখানো দামী পশু

গোস্ত খাওয়ার কুরবানি,

দাম নেই প্রভুর কাছে

করলেন শুধু নষ্ট মানী।

 

আল্লাহ্ বলে পাক কোরআনে

আমি প্রভু দায়াময়,

খাইনা পশুর রক্ত মাংস

দেখি শুধু তোমার ভয়।

 

২৪ জুন ২০১৯ রাত ৯:৫০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ