Ticker

6/recent/ticker-posts

--মতামত “হেফাজতের তাণ্ডবে ধ্বংসপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংস্কার ও পুনর্গঠন করা এবং বন্ধ থাকা সকল ট্রেন সার্ভিস পুনরায় চালু করার দাবি।


 

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংস্কার পুনর্গঠন করা এবং বন্ধ থাকা সকল ট্রেন সার্ভিস পুনরায় চালু করার দাবি

হেফাজতের তাণ্ডবে ধ্বংসপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংস্কার পুনর্গঠন করা এবং বন্ধ থাকা সকল ট্রেন সার্ভিস পুনরায় চালু করা ব্রাহ্মণবাড়িয়ার সকল জনগণের প্রাণের দাবি

করোনা মাহামীর এই মহা দূর্যোগের সময়ে কিছু সংখ্যক লোকের অপকর্মের কারনে পুরো ব্রাহ্মণবাড়িয়ার লাখ লাখ মানুষ এখন দূর্ভোগ পোহাচ্ছে দ্রুত তার অবসান হওয়া উচিৎ

একই সঙ্গে কয়েক বছরের ব্যবধানে দুইবার এই রেল স্টেশন কে যারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

অপরাধীদেরকে শাস্তি না দিয়ে এই রেল স্টেশন কে পুনরায় সচল করার অর্থ হলো আবারো তাদেরকে ধ্বংস করার সুযোগ দেওয়া।

আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে "ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিস সহ অন্যান্য যে সমস্ত সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত করেছে তাদেরকে চিহ্নিত করে সারা জীবনের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানের সেবা গ্রহণ থেকে বঞ্চিত করা।

দোষী এবং দায়ী ব্যক্তিদের কে শাস্তি প্রদান করা না হলে ভবিষ্যতেও ব্রাহ্মণবাড়িয়ার সরকারি সম্পত্তি তথা জনগণের সম্পত্তি আবারো ধ্বংসের মুখে পড়বে।

তাছাড়া এরপর একের পর এক অপরাধ করে ছাড় পেয়ে গেলে অপরাধীরা আরো দুর্ধর্ষ হয়ে ওঠে। একসময় দেখা যাবে জনগণের ব্যক্তিগত সম্পদ, জীবন, ইজ্জতের উপর হামলা হয়েছে। কিন্তু তা প্রতিরোধ করার শক্তি কারো নেই। কাজের সময় থাকতে আমাদের সাবধান হতে হবে।

কোন বিশেষ ব্যক্তি, দল, মত, সরকার বা রাষ্ট্রের কোন আইন দেশের সকলের মনমত নাও হতে পারে। কিন্তু সেগুলো অমান্য করার অধিকার কারো নেই।

জনগণ রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে বলেই পৃথিবীর অন্যান্য দেশ উন্নত হয়েছে, জাতি সভ্য হয়েছে। নিজেদেরকে ধার্মিক পরিচয় দেওয়া আমরা কেন এত অসভ্য?

কোন কিছুতে দ্বিমত থাকলে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করা যায়। কিন্তু রাষ্ট্রের বা জনগণের সম্পত্তি নষ্ট করার অধিকার দেশের কোন নাগরিকের নেই। যারা এসব করে তারা দেশের শত্রু, সমাজের শত্রু, মানবতার শত্রু।

তাদেরকে এবার যদি ব্রাহ্মণবাড়িয়াবাসী ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের অতিতের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য সুনাম সারাদেশ তথা বিশ্ববাসীর কাছে নিমজ্জিত হয়ে যাবে।

তাই আসুন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন কে পুনরায় সচল করার সাথে সাথে রেল স্টেশন ভাঙচুরের সঙ্গে জড়িত হেফাজত ইসলামের সকল নেতাকর্মী বের গ্রেফতার শাস্তির দাবী জানাই।

তারিসাথে সাথে সকল প্রকার হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক রাজনীতি আন্দোলন-সংগ্রামের সাথে যারা জড়িত তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করি।

মনিরুল ইসলাম শ্রাবণ

০১ জুন ২০২১

টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ