Ticker

6/recent/ticker-posts

দূরের পথিক


যার যেখানে গন্তব্য

সে সেখানেই নেমে যাবে,


কারো যতটুকু স্বার্থ

ততটুকু পূরণ হলেই সে সরে যাবে,

 

ভালোবাসা শেষ হয়ে গেলে

জীবন থেকে কেউ কেউ চিরতরে হারিয়ে যাবে,

 

চলতে পথে

হয়তো নতুন কাউকে পাবে, অথবা পাবে না।

 

হাসতে হাসতে কাঁদতে কাঁদতে

স্মৃতির ভেলায় ভাসতে ভাসতে

নতুন দিনের স্বপ্ন বুনতে বুনতে

একদিন নিজের সাথে নিজেকেই কথা বলতে হবে।

 

যদি তোমার গন্তব্য হয় বহুদূর

তবে তোমাকে একাই পথ চলতে হবে।

 

হে দূরের পথিক

সহযাত্রীর অপেক্ষায় তোমার যাত্রা থামিও না।

  

মনিরুল ইসলাম শ্রাবণ

৯.৪৮

১৭ মে ২৩


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ