বাংলা মায়ের সন্তান
মনিরুল ইসলাম শ্রাবণ
বাংলা মায়ের লাখো ছেলে হিন্দু-মুসলমান
একাত্তুরে গাইলো সবাই একটি সুরের গান।
বাংলা মোদের মাতৃভূমি রাখতে তারই মান
প্রয়োজনে রক্ত দেবো বিলিয়ে দেবো প্রাণ।
বাংলা মায়ের সরল কন্যা রইল না আর ঘরে
জীবন দিলো সম্ভ্রম দিলো দেশমাতৃকার তরে।
পরনে তাদের রক্তে ভেজা সবুজ আঁচল শাড়ি
সেই শাড়িতেই বীরাঙ্গনা গড়লো আপন বাড়ি।
কঠিন লড়াই রক্তে ভেজা লাশ বিছানো পথ
সে পথ দিয়েই চলল তাদের বিজয় নিশান রথ।
পালিয়ে গেল পাকহানাদার লেজ গুটিয়ে বেশ
লাখো শহিদদের রক্ত দিয়ে স্বাধীন হলো দেশ।
যুদ্ধ শেষে গাজী খোকা বীরের বেশে ফেরে
এসে দেখে পোড়া ভিটা বাপ মা নাই ঘরে।
কোন ঘরের দাওয়ায় বসে কাঁদছে দুঃখী মা
যুদ্ধ শেষ তবুও খোকা তার ঘরে ফেরে না।
বাংলা মায়ের ছেলে মেয়ে হিন্দু মুসলমান
নতুন করে গাইলে সবাই আরেক সুরের গান।
গড়বো স্বদেশ মুছে দেবো মায়ের চোখের জল
আর কেঁদো না তোমার আছে কোটি ছেলের দল।
১৩ ও ১৫ ডিসেম্বর ২০২১খ্রি.
রাত ১০.৩০
টেংকেরপাড়, ব্রাহ্মণবাড়িয়া।
0 মন্তব্যসমূহ